Description
‘আমার ছবি খুব সোজা, সরল। কোনো বড়ো ভাবনা নেই তাতে। হ্যাঁ, কখনো-সখনো হিউমার এসেছে হয়তো। সেগুলো লোকে যদি এনজয় করতে পারে, তো ভালো। দেখুন, ছবি এঁকেছি বলে আমি এই দাবি করতে পারি না যে, আমার ছবি সবারই ভালো লাগবে। এটা আমি কখনোই দাবি করতে পারি না। আমি ছবি আঁকি নিজের আনন্দের জন্য…’। তবে শিল্পী লালুপ্রসাদ সাউয়ের কাছে সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে যে ছবিটা তিনি আঁকছেন, তার থেকে তিনি নিজে কী পেলেন। আসলে যে সহজিয়া সুর তাঁর ছবিতে, সেই সুরই যেন তাঁর জীবনে, কথালাপে। অথচ, সেই কথার যাত্রা বহুদূর।