Description
এই লেখা এক গভীর জীবনবোধের অনুভব দেয়, আলোকিত করে আমাদের যাত্রাপথকে। শিল্পী কে. জি. সুব্রহ্মণ্যনের শিল্পভুবনের সঙ্গে যেমন আমরা পরিচিত হই, তেমনই এক নিরাসক্ত শিল্পসাধকের অন্তর্দর্শনের প্রতি অভিনিবেশ জাগিয়ে তোলে এই রচনা। জীবনকে কীভাবে কর্ম উৎসবে মুখরিত করে তোলা যায় এবং সেই কর্মপথই যথার্থ আনন্দপথ, এই উপলব্ধিতে পৌঁছোতে সাহায্য করে এ জীবনপাঠ। শিল্পীর প্রাক জন্মশতবর্ষে প্রকাশিত শিল্প ঐতিহাসিক আর. শিবকুমারের এই বই শুধু এক শিল্পপথকে চেনার রুটম্যাপ নয়, আমাদের দেখার চোখকেও উন্মোচিত করে তুলতে ব্রতী।