Description
কুমার রায় একজন আদ্যোপান্ত নাট্যজগতের মানুষ। জীবনের প্রথমার্ধে ছিলেন মূলত অভিনেতা কিন্তু দ্বিতীয়ার্ধে পরিচালক, সংগঠক, শিক্ষক, লেখক, সম্পাদক, এমনকী প্রশাসকও। তাঁর জীবনকে ধারণ করে এই বই প্রকাশ করেছে বাংলা থিয়েটারের এক সুবর্ণ অধ্যায়কে, যে পর্বের অন্যতম স্তম্ভ ছিলেন কুমার রায় স্বয়ং। কর্মমুখরতার সাধনায় যিনি উৎসর্গ করেছিলেন নিজের জীবন। সে যাপনে, বোধে, ভাবনায়, সর্বদা জেগে থেকেছে নিরাসক্তির ছায়া। সুযোগ্য পুত্র হওয়ার সুবাদে খুব কাছ থেকে কুমার রায়ের জীবন ও শিল্পভাবনাকে প্রত্যক্ষ করায় তাঁর স্মৃতিচারণায় ইন্দ্রপ্রমিত রায়।