Description
বিষাদ থেকে পর্যটন, যে যাত্রায় জীবনকে অনির্দেশের দিকে নিক্ষেপ করা। নেশার প্রলাপ নাকি প্রলাপের মধ্য দিয়ে সত্যের অনুসন্ধান? অবশেষে শিল্পের কাছে আশ্রয় ‘পাব ত্রাণ–বসে আছি…’। কিন্তু স্থিতি কোথায়? প্রথম কবিতার বই থেকেই তাই শুরু হল স্থিতাবস্থার উলটো পথে হাঁটা, ‘মাতাল হাঁটছে–জামা থেকে খসে, বোতামের মতো /পথে…/ ভাঙা বোতলের গুঁড়ো গুঁড়ো দিনে আয়ু যার/ বিপরীত/ জন্মদিনের বিদ্রূপ থেকে দূরে/ জরুরি একলা গ্লাস…/ মাতাল হাঁটছে, ঈশ্বর তাকে ঢেলে দিচ্ছেন/ মদ’…