Description
দিন যায়। রেওয়াজ থামে না। হ্যাঁ, অবিরল অনুশীলন, আর তার থেকে নব নব অনুসন্ধানে মনকে ব্যাপ্ত রাখা। তাই, ২০০২ সালের এই খাতার মলাটে লেখা থাকে ‘Many Ideas’, আর মলাট পেরোতেই পুস্তানিতে লেখা, ‘I do not like to make complete but layout drawing–keep it flexible–in my final work done based on the initial key-drawings.’ স্ক্রিবলের পাশে পাশে লিখে রাখা ছবির মাপ, যে আয়তনে ওই লে-আউট পরিণতি পেতে চায়, এমনকী সে কাজে কোন রঙের ছোঁয়া থাকবে, লিখে রাখা তাও। আজকের শিল্প আবহে এই স্কেচখাতা হয়ে উঠতে পারে এক শিল্পপাঠক্রম।