Description
সময়কালের দিক থেকে এই খাতার যাত্রাপথ ১৯৯৮ থেকে ২০০০। এই প্রদেশে পাতায় পাতায় শিল্পীর রেখা তাঁর নিজস্ব ছন্দে নৃত্যপর। পাশাপাশি এই খাতায় এক অনবদ্য শিশুউদ্যানের মকশো। এবং যা, অত্যন্ত তাৎপর্যবহ, শিল্পী যোগেন চৌধুরীর শিল্পজগতকে চিনতে এই খাতা হয়ে ওঠে সহায়ক, কারণ, রেখার অবিরল বহমানতার পাশেই লিখিত হতে থাকে নিজস্ব শিল্পবোধ : ‘আমার ছবি কাদা মাটি থেকে grow করেছে। তাছাড়া তার মধ্যে রয়েছে inner feelings suttle অনুভূতি।’ এই আত্মবিশ্লেষণ তাঁর ছবির পরিসরকে দেখার জন্য প্রস্তুত করে তোলে আমাদের দৃষ্টিকে।