Description
শিল্পীজীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দিল্লির রাষ্ট্রপতি ভবনের চাকরি থেকে পদত্যাগ করে শান্তিনিকেতনের কলাভবনে এসে পৌঁছোনোর পর্বকাল। মাঝে, কয়েক দিনের জন্য বাগদাদ ভ্রমণ ও সেখানকার সচিত্র রোজনামচার প্রকাশ। অজস্র রেখাচিত্রের সঙ্গে সঙ্গে এই স্কেচখাতায় শিল্পীকৃত টুকরো কিছু নোট রয়েছে যা সৃজনকর্তা ও তাঁর পরিবেশকে আমাদের কাছে মূর্ত করে তোলে। শান্তিনিকেতনে শিল্পীর ‘মাটির বাড়ি’র জন্ম এই স্কেচখাতাতেই। রাষ্ট্রপতি ভবনের বুরোক্র্যাট পরিমণ্ডল ছেড়ে শান্তিনিকেতনের পরিবেশে এসে পড়ায় তাঁর ছবিতে যে বদল অনিবার্য ভাবে এল, এই খাতা তার স্বাক্ষী।