Description
শিল্পীর একেবারে আদিযুগের স্কেচখাতা। যে খাতায় রেখায় রেখায় এক তীব্র অনুসন্ধানে ধাবমান শিল্পীমন। অনেক মুখের সারির মধ্যে এই খাতায় তিন সংগীতশিল্পী–শান্তিদেব ঘোষ, হেমন্ত মুখোপাধ্যায় এবং সুচিত্রা মিত্রের প্রতিকৃতি ও সেই প্রতিকৃতির নীচে তাঁদের নিজেদের স্বাক্ষর শিল্পরসিকজনের মনে বিশেষ এক ভালোলাগা সঞ্চার করে যেন। তখনও শিল্পী গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র। পারিবারিক বৃত্তে আবদ্ধ এক যুবক, যে জানে না আগামী শিল্পজীবন তার জন্য কী কী অপ্রত্যাশিতকে বরাদ্দ রেখেছে। খাতায় রয়েছে রবীন্দ্রনাথের একটি পোর্ট্রেট, সম্ভবত শিল্পীর করা ওটাই প্রথম কবিগুরুর মুখচ্ছবি।