Description
শিল্পীর জীবনের প্রথম স্কেচখাতা। যা শিল্পকলার পরিসরে এক ঐতিহাসিক দলিল। খাতাটি ১৯৫৫ সালের। শিল্পী তখন সদ্য আর্ট কলেজে প্রবেশ করেছেন, আজকের ‘ যো’ কিন্তু সেদিন যোগেন্দ্রনাথ চৌধুরী। সেই পথ চলার শুরু, এই খাতার প্রথমে শিল্পীর দেওয়া একটি ছোটো নোট রয়েছে–পরবর্তী কালে যখন তিনি ‘ যো’ হয়ে উঠেছেন তখনকার অনুভব, ‘আর্ট কলেজে ভর্তি হবার আগে আমার ড্রইং খুবই দুর্বল ছিল। এই খাতার স্কেচগুলি থেকে তা বোঝা যায়। Observation এর ক্ষমতার ফলে তা ক্রমশঃ improve করে ১৫ দিনের চর্চায়।’ শেষের ছবিগুলোয় সেই উন্নতিকে লক্ষ করা গেল।