Description
শিল্পী গণেশ হালুইয়ের চিত্রভুবনে ভারতবর্ষ তথা পৃথিবীর অন্যতম প্রাচীন শহর বেনারস তার সকল মহিমা নিয়ে আলোকিত এবং অবশ্যই তা শিল্পীর নিজস্ব স্বাক্ষরে। ১৯৯৬ সালের এই স্কেচখাতায় তারই মহড়া। ওই বছর কিছুদিনের জন্য তিনি গিয়ে থেকেছিলেন বেনারসে। আয়তনে দীর্ঘ চিত্রপটে বেনারসকে রূপদানের পূর্বে এই খাতায় তিনি সঞ্চয় করে নিয়েছিলেন এই স্থানের স্বরলিপি, ঐতিহ্যমণ্ডিত ঘাটের সিঁড়িতে সিঁড়িতে তিনি শুনতে পেয়েছিলেন অনেক অনেক দিনের কলস্বর। শিল্পী গণেশ হালুইয়ের এই স্কেচখাতা যে- কোনো রসিকজনের কাছে বয়ে আনে অপার মুগ্ধতা।