Description
শিল্পীর জীবনের প্রথম স্কেচখাতা। সময়পর্ব ১৯৫২। সবেমাত্র আর্ট কলেজে শিল্পশিক্ষার্থী হিসেবে প্রবেশ করেছেন তিনি। এই খাতা তাঁর চলার পথে পথে নিসর্গকে যে দেখা, সেই দেখার জার্নাল। তারপর কেটে গেছে সত্তর বছরেরও বেশি সময়। আজ শিল্পী মনে করেন, ‘যা দেখি তা আঁকি না, যা আঁকি তাই দেখি’। আর, এই খাতাটি হল শিল্পীর সেই ভৈরবকাল, যখন এই প্রকৃতির ছন্দতে তিনি যা দেখছেন সেই দেখাকেই ধরেছেন রেখায় রঙে। বস্তুত, কেবলমাত্র গণেশ হালুইয়ের শিল্পজীবনেই নয়, এই স্কেচখাতা ভারতীয় শিল্পকলার ইতিহাসের এক অত্যন্ত জরুরি সম্পদ।