Description
ছোট্ট পরিসরে বলার মতো অনেক কথাই তিনি বলেছেন কিন্তু, নিজের সম্পর্কে উদাসীন এক শিল্পী নিজের কথাকে এত গুরুত্বপূর্ণ ভাববেন কেন? কিন্তু আমরা যারা শিল্পপ্রেমিক, অনুভব করি, এ হল এক শিল্পীজীবনের দীর্ঘ পথ হাঁটা। অতঃপর বইটি পড়তে পড়তে খুলে যায় আমাদের দেখার চোখ। শিল্পীর উদ্ভাবিত নিজস্ব জগৎ ভারতীয় চিত্রকলায় এনে দিল নতুনের স্পন্দন। শিল্পী সনৎ কর আমাদের কাছে স্মরণীয় হয়ে ওঠেন তাঁর ছাপাই ছবি, টেম্পেরা চিত্র, প্যাস্টেলের বহুমুখী উৎসারণে। তাঁর ইকেবানা কিংবা লিফ সিরিজ আজও শিল্পরসিকের কাছে বিস্ময়। এই রচনা তাঁর জীবন ও শিল্পকাজের সংযোগসেতু।