Description
জন্ম মৃত্যু জীবন যৌনতা স্বপ্ন আর অবচেতনের ভরকেন্দ্রে স্থিত এই কবিতার বই খুঁজে ফেরে গন্তব্য, ছুঁয়ে দেখতে চায় যা কিছু আদিম, যা কিছু সূচনাবিন্দু, ভাষায় তার ধ্রুপদি চয়ন কিন্তু যে বইয়ের ভাবনা সংস্কারমুক্ত এবং আত্মজিজ্ঞাসায় মুখর: ‘এ কোন প্রহর তবে? নিজের ঔরসজাত আমি/ শুয়ে আছি অবচেতনায়’, হ্যাঁ, বাংলা কবিতামণ্ডল থেকে অবচেতনার বিলুপ্ত কালে এই বই দোসর করে নেয় চেতনের সেই গভীর প্রদেশকেই– ‘ব্যাধিবৃক্ষ অনশ্বর, দেবদূত চেতনায় তাকে পুজো করি/ মরালীর মুদ্রা যেন এই জল কামনা কুসুম/ সোহাগে মেতেছে, মেঘ, রূপকল্প দেখি মহাশূন্যে জায়মান…’