Description
বাংলার লোকশিল্পের এক উজ্জ্বল সম্পদ পটচিত্র। গ্রামজীবনের সংস্কৃতি বিশ্বাস সংস্কারের গল্পগাথা যেমন বিধৃত হয়ে আছে এইসব চিত্রসমূহে, পাশাপাশি স্বীকার্য, এটি আমাদের শিল্পকলার আধুনিকতায় অন্যতম একটি দিক। ফারনান্দ লেজারের মতো বিদেশি চিত্রকরের কাজে কালীঘাট পটের সাদৃশ্য দেখে আমরা চমকিত হই। কিন্তু গভীর দুঃখের কথা, যত দিন যাচ্ছে, লোকচিত্রের এই মূল ধারাটির স্রোত ক্রমশই ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। পটচিত্র বলতে প্রধান আলোচ্য বিষয় হল জড়ানো পট। পটের সেই আদিযুগ প্রবাহ থেকে তার আধুনিক রূপান্তরের বিবর্তনের ধারাবিবরণী সুশোভন অধিকারীর এই রচনায়।