Description
এক অন্য স্বাদের শারদীয়া। আকারেও ভিন্নতা। লেখা আর ছবির মেলবন্ধনে গড়ে উঠেছে এই পত্রিকা। অবনীন্দ্রনাথ ঠাকুরের আদি যুগের শিল্পকর্ম ফিরে দেখা, রামকিঙ্কর বেইজের অপ্রকাশিত স্কেচখাতার প্রকাশ, পরিমল গোস্বামীর ক্যামেরায় পুরোনো কলকাতা, আলোকচিত্রীর চোখে যন্তরমন্তর থেকে নব এআই যুগ, সেরাইকেল্লার ভ্রমণ হয়ে অদেখা বিষ্ণু দের ছবির সঙ্গে বেনারসের কাঠের পুতল নিয়ে যেমন এই যাত্রাপথ তেমনই নবতর নিরীক্ষায় লেখা উপন্যাস আখ্যানের পাশে যামিনী রায় যোগেন চৌধুরীর চিত্রপটে সেজে ওঠা এই পত্রিকা সাময়িকীর সীমা ছাড়িয়ে হয়ে উঠতে চায় চিরদিনের সংগ্রহ।