Description
শিল্পীর আদি যুগের এই খাতা তাঁর অনুসন্ধান পর্বের আলোয় আলোকিত। কী এক নতুন প্রদেশের হাতছানি শুনছেন যেন তিনি। কলমের ক্ষীপ্র চলনে নিজস্ব চিত্রভাষার বীজ রোপণ করছেন এই পর্বে। সস্তার কালো কালি পাতার নরম প্রদেশ আক্রান্ত করায় এ-পাতার ছবির ছাপ চলে গেছে পরের পাতায়। একই সঙ্গে কবিতার মাদকতায় যে মন বিভোর, রেখার সঙ্গে জন্ম নিচ্ছে এমন পঙক্তি : ‘সব কিছু ক্লান্ত হয়ে পড়ে আছে বহুদিন হল / আসেনা বসন্ত আর আসেনা ঘোড়ার খুড়ে ওড়ানো বাতাস…’। শিল্পীর অনুভূতিকে স্পর্শ করতে চাইলে এই খাতার কাছে তাই ফিরে ফিরেই আসতে হয় আমাদের।