Description
নব্বই দশকে রামায়ণ মহাভারতের কিছু অলংকরণ করেছিলেন শিল্পী যোগেন চৌধুরী। কিছুদিন পর সেই সমস্ত অলংকরণ পুস্তকাকারে প্রকাশিত হয়েছিল। এই খাতায় তার বেশ কিছু খসড়ার পাশাপাশি অজস্র অন্যান্য রেখাচিত্রও রয়েছে। বড়ো বড়ো পেন্টিঙের সঙ্গে অবিরাম স্কেচখাতায় রেখার এই চলাচল, আমাদের এই শিক্ষাই দিয়ে যায়, শিল্প রেওয়াজ-প্রধান। প্রাসঙ্গিক এই যে, শিল্পীর কোনো স্কেচখাতাই আনুষ্ঠানিকতার প্রকাশ করে না। প্রতিটি স্কেচখাতাই সাধারণ নোটবুক মাত্র। পথ চলতে চলতে যা দেখা, যা মনে আসা, তাকে দ্রুত টুকে রাখাই মূল উদ্দেশ্য।