Description
কলকাতা পর্ব তত দিনে সমাপ্ত। শিল্পী সনৎ কর তখন শান্তিনিকেতনের জীবনে। কলাভবনে ছাপাইচিত্র বিভাগে অধ্যাপনারত। সাল ১৯৭৯। এক দিকে শিক্ষকতা করছেন, অন্য দিকে নির্মিত হচ্ছে তাঁর নিজস্ব চিত্রকলা। এই খাতা সেইসব ছবির রান্নাঘর। পাতায় পাতায় ওয়াশের ছন্দে কালি তুলি কলমে জেগে উঠছে অভিব্যক্তি, মানুষের মুখাবয়ব। কত রকমের মুদ্রা। এক মুখের ভিতর সহস্র মুখ। এইসব স্কেচ ও ড্রয়িং-এর ভিতর শিল্পীর সেই পর্বের ছাপচিত্রের অনেক কাজের বীজ নিহিত। পাশাপাশি, ব্যাক্তিগত চিঠির খসড়া, শিল্প সম্পর্কে তাঁর অনুভূতির স্পর্শও ধারণ করে আছে এই খাতা।