Description
শিল্পীর ১৯৯২ সালের এই স্কেচখাতার পাতায় পাতায় শান্তিনিকেতনের আলো বাতাস ছড়িয়ে আছে। সেখানকার নিসর্গকে সামান্য কালির আঁচড়ে অথবা কখনো কখনো জলরঙে স্কেচ করেছিলেন তিনি। শিল্পী গণেশ হালুইয়ের এই কাব্যগীতিময় রেখার চলনে, জলরঙের মৃদু মূর্ছনায়, ওই রাঙা মাটির পথে ধেয়ে চলে যে- কোনো শিল্পরসিকের মনও, শিল্পীর ব্যক্তিগত ভ্রমণের অনবদ্য এই স্কেচখাতাটি কেবল শান্তিনিকেতনের বহিরঙ্গকেই চিত্রিত করে নি, বরং তাঁর এই দেখায় সংযুক্ত হয়ে থাকল শান্তিনিকেতনের নিবিড় অন্তর্লোক।