Description
এই বইয়ের কবিতাগুচ্ছে বাংলা ভাষার নবীনবরণ উৎসব। এই সব লেখার ছন্দে পুর্ণজাগরণ। যে ‘শিশিরবিন্দু’ দেখেও দেখিনি আমরা, সেই প্রদেশসফর থেকে জন্ম নিল মণি মাণিক্য, হারানো সুর নবজন্মে গুঞ্জরিত হল, পুরাতনি ত্রিনয়ন মেলল নতুন আলোকে, আমরা শুনতে পেলাম এক সিক্ত উচ্চারণ ‘ভালোমন্দে কে ভালো মন দেবে / না মানি যে আর না হবে কুঞ্জাচার/ বয়সটি যদি তার/ এত কম, যেচে/ সে কেন ঘরে আতপ চাল নেবে/ সুধা না জানিলে বসুধার কী জানিবে/ ভালোমন্দে কে ভালো মন দেবে?’